Tuesday, May 8, 2012

আলী আহাম্মদ খান আইয়োব, নেত্রকোনার আলো : ২০১২০৮




আঞ্চলিক ইতিহাস, ফোকলোর এবং আদবাসী সংস্কৃতি বিষয়ক গবেষনার ক্ষেত্রে আলী আহাম্মদ খান আইয়োব এখন সুপরিচিত নাম । জন্ম ১৩৬৬ সালের ২৪ ফাল্গুন নেত্রকোনা জেলার পূর্বধলা থানার খলিশাপুর গ্রামে।পিতা: কদর উদ্দিন খান, মাতা : মরিয়মের নেছা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক এই গবেষক পেশায় সাংবাদিক।দৈনিক ‌‌সংবাদ পত্রিকাসহ বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেছেন দু'যুগ। প্রখ্যাত সাহিত্যিক খালেকদাদ চৌধুরী সম্পাদিত উত্তর আকাশ পত্রিকার দ্বিতীয় পর্বের সম্পাদক ছিলেন। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ‌‌‌‌‌‌‌‌‌‌‌পরিচালিত জেলা - উপজেলা সাংস্কৃতিক সমীক্ষা প্রকল্পে নেত্রকোনা জেলার গবেষণা-সমন্বকারী হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর দীর্ঘদিনের গবেষণার ফসল নেত্রকোনার জেলার ইতিহাস ও নেত্রকোনা জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস গ্রন্থ। এছাড়াও বাংলাদেশের হাজং সম্প্রদায়, গারোপাহাড় অঞ্চলের আদিবাসি, ময়মনসিংহের ঐতিহাসিক চিত্র ও কেদারনাথ মজুমদার নামে আরো তিনটি গ্রন্থ প্রকাশিত হয়েছে ।বর্তমানে গবেষনা করছেন আদিবাসি সংস্কৃতি বিষয়ে। উদ্ধার করেছেন বিলুপ্তপ্রায় সাময়িকপত্র ভারতমিহির, নবকৃষ্ণ ভট্টাচার্যের শিশু রঞ্জন রামায়নকেদারনাথ মজুমদারের উপন্যাস চিত্র। স্বউদ্যোগে গবেষনা করে আলী আহাম্মদ আইয়োব ত্রুমশ বিশিষ্ট হয়ে উঠেছেন।নেত্র্রকোনার সীমিত গন্ডি পেরিয়ে তার কীর্তি এখন জাতীয় পর্যায়ে আলোচিত ও নন্দিত।

ূত্র : নেত্রকোনার নেত্রকোনা জেলার ইতিহাস
সম্পাদনা - নেত্র্রকোনার আলো